1. live@www.somoyekhon.online : সময় এখন : সময় এখন
  2. info@www.somoyekhon.online : সময় এখন :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় বৃদ্ধা মহিলাকে গলা কেটে হত্যা 

S M Panna.
  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে

এস এম পান্না :

আপডেট টাইম : 08-12-2025 ইং   

ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় বৃদ্ধা মহিলাকে গলা কেটে হত্যা

বয়সের ভার বেশি হলেও তিনি চোখে ভালো দেখতেন এলাকার অনেক মা-বোনদের কে কোরআন-শরীফ শেখাতেন শুধু তাই নয়, চাপাকলের শব্দে ঘুম ভেঙ্গে গেলেও কখনো বিরক্ত হতেন না, রাত বারোটা অবধি এলাকার ম্যাক্সিমাম বাড়ির লোকজন সেই বাড়ির চাপা কল থেকে পানি তুলে নিয়ে যেতেন, কখনো সে বিরক্ত মনে করতেন না, বরং মানুষদেরকে কাছে পেলে সু মিষ্টি ভাষায় অনেক সময় ধরে গল্প করতেন অথচ আজ তারই এই কথাগুলি গল্পের মত ভেসে আসলো মানুষ কতখানিক জঘন্য হলে এইরকম কাজ করতে পারে।

কুষ্টিয়ার হরিশংকরপুর খুলুপাড়ায় এক বৃদ্ধা মহিলাকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম মোছাঃ জাহানারা খাতুন। তিনি মতু আবুল শেখের স্ত্রী। সোমবার (৮ ডিসেম্বর) আনুমানিক বিকেল পাঁচটার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে এলাকাবাসী জানান।

পারিবারিক সূত্রে জানা গেছে, জাহানারা খাতুনের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। তবে সন্তানরা কেউই তার সঙ্গে বসবাস করতেন না। তিনি একাই বাড়িতে থাকতেন। বৃদ্ধার দেখভালের জন্য বাড়িতে একজন মহিলা ও একজন পুরুষ কাজের লোক নিয়োজিত ছিলেন।

স্থানীয়রা জানান, বিকেলের দিকে বাড়ির ভেতর থেকে চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে জাহানারা খাতুনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে কে খবর দেওয়া হলে তারা এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনার পর থেকে বাড়িতে থাকা কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে হত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। পুলিশ বলছে, ঘটনাটি পূর্বপরিকল্পিত হত্যা না কি ডাকাতির উদ্দেশ্যে হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন জানান, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা প্রাথমিক তদন্ত শুরু করেছি। দ্রুতই অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতার করা হবে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

এ হত্যাকাণ্ডে এলাকায় শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট