1. live@www.somoyekhon.online : সময় এখন : সময় এখন
  2. info@www.somoyekhon.online : সময় এখন :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ওয়ারিয়র্স অব জুলাই নেতৃবৃন্দের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

মিনারুল ইসলাম
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

মোঃ মিনারুল ইসলাম

চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি 

১৫/১২/২০২৫ ইং সোমবার

জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভবিষ্যৎ সহযোগিতা নিশ্চিত করার লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (Boishommobirosdhi Chhatro Andolon) এবং ওয়ারিয়র্স অব জুলাই (Warriors of July) এর নেতৃবৃন্দের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সদ্য যোগদান করা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনিরুল ইসলাম।

আজ সোমবার ১৫ ই ডিসেম্বর ২০২৫ সকাল সাড়ে ১১:৩০ টায় পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে আয়োজিত এ সভার শুরুতে এসপি মোহাম্মদ মনিরুল ইসলাম উপস্থিত ছাত্রনেতাদের সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচিত হন এবং কুশল বিনিময় করেন।

তিনি নবাগত পুলিশ সুপার হিসেবে জেলার আইন-শৃঙ্খলা রক্ষার চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। মতবিনিময় সভার মূল উদ্দেশ্য ছিল, সাম্প্রতিক গণ-আন্দোলনের প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে ছাত্র সমাজ ও পুলিশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার ক্ষেত্র তৈরি করা।

মতবিনিময়কালে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন সাম্প্রতিক গণঅভ্যুত্থান এবং এর পরবর্তী সময়ে দেশজুড়ে সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে খোলামেলা আলোচনা করেন।

তিনি ছাত্র আন্দোলনকে একটি বৃহৎ সামাজিক পরিবর্তনের অংশ হিসেবে উল্লেখ করেন এবং এই পরিবর্তনের ধারাকে জেলার স্থিতিশীলতা বজায় রাখতে কাজে লাগানোর ওপর গুরুত্ব আরোপ করেন।

তিনি তাঁর বক্তব্যে জোর দিয়ে বলেন, “জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে শিক্ষার্থীদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি উল্লেখ করেন যে, ছাত্র সমাজ হচ্ছে যেকোনো সমাজের প্রাণশক্তি এবং তাদের দায়িত্বশীল ভূমিকা চুয়াডাঙ্গা জেলাকে শান্তিপূর্ণ রাখতে সহায়ক হবে।

তিনি প্রত্যাশা করেন, ছাত্রনেতৃবৃন্দ তাদের সহকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যেকোনো ধরনের উস্কানি বা বিশৃঙ্খলা সৃষ্টির প্রবণতা রোধে কার্যকর ভূমিকা রাখবেন।

পুলিশ সুপার ছাড়াও সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। এঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিনহাজ-উল-ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের।

তাঁরাও ছাত্রনেতাদের সঙ্গে বিভিন্ন নিরাপত্তা ও সামাজিক বিষয় নিয়ে আলোচনা করেন এবং জেলার সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে ছাত্র সমাজের গঠনমূলক অংশগ্রহণের আহ্বান জানান। জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অন্য কর্মকর্তাবৃন্দও সভায় উপস্থিত ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ওয়ারিয়র্স অব জুলাই এর নেতৃবৃন্দ নবাগত পুলিশ সুপারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁরা জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তাঁদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

ছাত্রনেতারা আশা প্রকাশ করেন যে, এই মতবিনিময় সভার মাধ্যমে পুলিশ ও ছাত্র সমাজের মধ্যে একটি আস্থার সম্পর্ক তৈরি হবে, যা ভবিষ্যতে যেকোনো সংকট সমাধানে সহায়ক হবে। তাঁরা জেলার শিক্ষাঙ্গন ও জনজীবনে সুস্থ পরিবেশ নিশ্চিত করতে পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

এই মতবিনিময় সভা চুয়াডাঙ্গা জেলায় পুলিশ প্রশাসন ও ছাত্র সমাজের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরির ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যা জেলার ভবিষ্যৎ শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট