1. live@www.somoyekhon.online : সময় এখন : সময় এখন
  2. info@www.somoyekhon.online : সময় এখন :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

কুষ্টিয়া মিরপুর বিএনপির ছাত্রদল অতীতের মতোই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক সাহসী ভূমিকা পালন করবে :

এস এম পান্না
  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

এস এম পান্না:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ছাত্র ও নেতাকর্মী যেভাবে ৫ই আগস্টে প্রধানমন্ত্রীর পদত্যাগ, দেশত্যাগ ও কর্তৃত্ববাদী শাসন অবসানের মধ্য দিয়ে সব ধরনের বৈষম্য নিরসন ও স্বাধীনতার ঘোষণার সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ আরেকবার উন্মোচিত করেছিল ঠিক সেই ভাবেই
ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ঝাঁপিয়ে পড়বে বিএনপি’র ছাত্রদল।
জুলাই যুদ্ধে যেভাবে বিজয় ছিনিয়ে এনেছে, ঠিক সেভাবে এবারও গণতন্ত্র উদ্ধারে অগ্রণী ভূমিকা পালন করবে। এর মাধ্যমে দেশ ও সমাজ থেকে দুর্নীতি, সন্ত্রাস দূর হবে এবং ছাত্ররা অধিকার রক্ষায় সাহসী ভূমিকা পালন করবে মিরপুর উপজেলা ও পৌর ছাত্রদলের অঙ্গসংগঠন ।কুষ্টিয়ার মিরপুর পাইলট হাই স্কুল মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত হলো ছাত্র সমাবেশ।
শনিবার (২৯ নভেম্বর) বিকেলে “শিক্ষা ঐক্য প্রগতি”-র উদ্যোগে আয়োজিত এই গণসংযোগ ও মতবিনিময় সমাবেশে শিক্ষার্থী, তরুণ প্রজন্ম ও বিভিন্ন পেশার মানুষের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।
ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা জোরদার করার লক্ষ্যেই এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৩ (মিরপুর-ভেড়ামারা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো পুনর্গঠন, নাগরিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা ও শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে ৩১ দফা রূপরেখা জাতির দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন। মাঠে জনগণের সাড়া প্রমাণ করে নির্বাচন ঘিরে নতুন এক আশাবাদ তৈরি হয়েছে। তিনি আরও বলেন, ধানের শীষের বিজয়ই হবে ‘শিক্ষা ঐক্য প্রগতি’-র সংগ্রামের প্রথম সাফল্য।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত। তিনি বলেন, শিক্ষা ও রাষ্ট্র সংস্কারে জনগণের অংশগ্রহণ বাড়াতে আমাদের প্রচারণা আরও বেগবান হবে। তরুণ সমাজের জাগরণই পরিবর্তনের চালিকাশক্তি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রোকনুজ্জামান রিন্টু। বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে শিক্ষাখাত রাজনৈতিক হস্তক্ষেপে বিপর্যস্ত। রাজনৈতিক প্রভাবমুক্ত শিক্ষা ব্যবস্থা ও নতুন রাষ্ট্র কাঠামো গঠনের জন্য সার্বজনীন সংস্কার এখন সময়ের দাবি বলেও তারা মত দেন।
সমাবেশে শিক্ষার্থী, তরুণ, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশ শেষে তরুণদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়, যা নির্বাচন ঘিরে মাঠের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মন্তব্য করেন আয়োজকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট