
কুষ্টিয়ায় খুচরা সার বিক্রেতা–সাব-ডিলারদের
মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান
এস এম পান্না:
খুচরা সার বিক্রেতা ও সাব-ডিলারদের বিদ্যমান অবস্থান বহাল রাখা, টি.ও (ট্রেড অপারেটর) লাইসেন্স প্রদান প্রক্রিয়া সহজীকরণ এবং ‘সার সংক্রান্ত নীতিমালা ২০২৫’ সংশোধনের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৩০ নভেম্বর ২০২৫, সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ, কুষ্টিয়া জেলা শাখার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা শতাধিক খুচরা সার বিক্রেতা ও সাব-ডিলার অংশ নেন এ কর্মসূচিতে।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কৃষকের কাছে পরিবেশবান্ধব সারের সরবরাহ নিশ্চিত করতে খুচরা বিক্রেতারা নিরলসভাবে কাজ করে আসছেন। কিন্তু নতুন নীতিমালার কিছু ধারার কারণে তাদের ব্যবসা ও পেশাগত নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। বিশেষ করে, টি.ও লাইসেন্স ইস্যুতে জটিলতা, অভিজ্ঞ বিক্রেতাদের তালিকায় অসঙ্গতি, ছাড়পত্র সংশোধনে বিলম্ব এবং তদারকি নীতিমালার অসামঞ্জস্যতার বিষয়গুলো তারা উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, খুচরা সার বিক্রেতা ও সাব-ডিলাররা কৃষকের মাঠ পর্যায়ে সঠিক সময়ে সঠিক দামে সার পৌছে দেন। নীতিমালার অসঙ্গতি দূর না হলে সার বিতরণ ব্যবস্থায় জটিলতা সৃষ্টি হবে, যার প্রভাব পড়বে দেশের কৃষি উৎপাদনে।
মানববন্ধন শেষে সংগঠনের নেতৃবৃন্দ কুষ্টিয়া জেলা প্রশাসকের মাধ্যমে কৃষি মন্ত্রণালয় বরাবর একটি স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপিতে তারা তিনটি প্রধান দাবি উত্থাপন করেন—১. দীর্ঘদিন ধরে কাজ করা খুচরা সার বিক্রেতা ও সাব-ডিলারদের বহাল রাখা,২. টি.ও লাইসেন্স প্রদানের প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করা,৩. সার সংক্রান্ত নীতিমালা ২০২৫ সংশোধন করে মাঠ পর্যায়ের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা।
এ সময় খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা আশা প্রকাশ করেন, সরকার তাদের দাবি বিবেচনায় নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দাবিগুলো পূরণ না হলে তারা পরবর্তী ধাপে কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন।