
শহীদ শরীফ ওসমান হাদী রাহ.-এর হত্যার প্রতিবাদে বিশ্বম্ভরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
খুনিদের দেশে এনে গ্রেফতার ও ফাঁসির দাবি, কৃষাণ চত্বরের নামকরণ চাইলেন বক্তারা
মোঃ শুকুর আলী, স্টাফ রিপোর্টার
শহীদ শরীফ ওসমান হাদী রাহ.-এর নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং খুনিদের দ্রুত দেশে এনে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) বাদ জুমা **বিশ্বম্ভরপুর ছাত্র ও সাধারণ জনতার উদ্যোগে** উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে **জুলাই যোদ্ধা জহিরুল ইসলামের সঞ্চালনায়** এবং আপোষহীন রাজনৈতিক নেতা **মুফতী শহীদুল ইসলাম পলাশী**-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বক্তারা।
সভাপতির বক্তব্যে মুফতী শহীদুল ইসলাম পলাশী বলেন, *“শহীদ শরীফ ওসমান হাদী রাহ.-এর খুনিরা যেখানেই থাকুক না কেন, তাদেরকে দ্রুত দেশে এনে গ্রেফতার করতে হবে এবং জনসম্মুখে ফাঁসিতে ঝুলিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। এ দেশের মাটিতে কোনো খুনি নিরাপদ থাকতে পারবে না।”*
তিনি আরও বলেন, *“২০২৪ সালের ৪ আগস্ট বিশ্বম্ভরপুরে পেটুয়া বাহিনীর সহযোগিতায় আওয়ামী লীগের যে সকল নেতা-কর্মী লাঠি, বন্দুক ও রামদা হাতে ছাত্র-জনতার ওপর হামলা চালিয়েছিল, সেই সকল সন্ত্রাসীদেরও অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।”*
সভাপতির বক্তব্যে আরও দাবি জানানো হয়, **বিশ্বম্ভরপুর উপজেলার ঐতিহ্যবাহী চালবন্দ পয়েন্টে অবস্থিত কৃষাণ চত্বরকে শহীদ শরীফ ওসমান হাদী রাহ.-এর স্মরণে ‘শহীদ ওসমান হাদী চত্বর’ ঘোষণা করতে হবে।**
সমাবেশে আরও বক্তব্য রাখেন— জনাব বদরুল আমীন, আলাল উদ্দীন, মাওলানা আমীর হুসাইন, মাওলানা আবুল কাশেম সাঈদ, মাওলানা মুজিবুর রহমান, সাজ্জাদুর রহমান, ইয়াসিন আহমাদসহ আরও অনেকে।
বক্তারা বলেন, শহীদ শরীফ ওসমান হাদী রাহ. ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপসহীন একজন সংগ্রামী নেতা। তাঁর হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে খুনিদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশ শেষে শহীদ শরীফ ওসমান হাদী রাহ.-এর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ ছাড়াও উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।