1. live@www.somoyekhon.online : সময় এখন : সময় এখন
  2. info@www.somoyekhon.online : সময় এখন :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

হাদী হত্যার প্রতিবাদ ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বেলকুচিতে তাওহীদে জনতার বিক্ষোভ মিছিল

আশিকুল ইসলাম
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

হাদী হত্যার প্রতিবাদ ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বেলকুচিতে তাওহীদে জনতার বিক্ষোভ মিছি

 

মোঃ আশিকুল ইসলাম সিরাজগঞ্জ থেকে:

 

শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদ এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় তাওহীদে জনতার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) জুমার নামাজ শেষে বেলকুচি উপজেলার আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি মসজিদ এলাকা থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুকুন্দগাতী বাজার যাত্রী ছাউনিতে গিয়ে শেষ হয়।

উল্লেখ্য, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদী নির্বাচনী প্রচারণা শেষে অটোরিকশাযোগে বাসায় ফেরার পথে মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা তাঁর মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা শরীফ ওসমান হাদী হত্যার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি তারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধেও অবস্থান তুলে ধরেন।

বিক্ষোভকারীরা প্রতিবাদী স্লোগানসংবলিত প্ল্যাকার্ড বহন করেন এবং শান্তিপূর্ণভাবে তাদের দাবি উপস্থাপন করেন। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, নিরপরাধ হত্যাকাণ্ড ও দেশের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের প্রতিবাদে তাওহীদে জনতা সর্বদা রাজপথে থাকবে।

মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়। সার্বিক নিরাপত্তা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট