1. live@www.somoyekhon.online : সময় এখন : সময় এখন
  2. info@www.somoyekhon.online : সময় এখন :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

কুষ্টিয়া ২ নং পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয় 

এসএম পান্না
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে

৩৮ বছরের কর্মস্থলের শেষ বিদায় লগ্নে অশ্রুসিক্তে বিদায় নিলেন মোছাঃ নিলুফার জেসমিন।

এস এম পান্না 

প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২৫, 

 

দীর্ঘ কর্মজীবনের নিষ্ঠা, দায়িত্ববোধ, আন্তরিকতা ও নৈতিকতার দৃষ্টান্ত রেখে ৩৮ বছরের কর্মস্থলের শেষ বিদায় লগ্নে অশ্রুসিক্তে বিদায় দিলেন কুষ্টিয়া ২ নং পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকমোছাঃ নিলুফার জেসমিন।১৯ টি বছর অত্র বিদ্যালয়ে সময় ধরে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

বিদ্যালয়ের সার্বিক, প্রশাসনিক ও ভৌত অবকাঠামো উন্নয়নে রেখেছেন বলিষ্ঠ ভূমিকা। শিক্ষক–শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে ছিল তাঁর সুমধুর সম্পর্ক। পাশাপাশি স্কাউট খেলাধুলা সাংস্কৃতিক চর্চায় তিনি রেখেছেন প্রশংসনীয় অবদান। বুধবার ছিল তাঁর শেষ কর্মদিবস। এ উপলক্ষে বিদ্যালয় পরিবার বেলা বারোটায় আয়োজিত এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মোসাদ্দেক আলী (মনি) পি, টি, এ কমিটির সভাপতি ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তফা মাহমুদ ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মোঃ হায়দার মাসুদ,সদস্য হাফিজুর রহমান ও হাবিবুল হাসান পুরো অনুষ্ঠান টি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক লাবনী খাতুন ।মানপত্র পাঠ করেন মোছাঃ সাবিনা ইয়াসমিন । কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া মোনাজাত করেন মোঃ তালহা আহাম্মদ।

মোছাঃ শাহরিনা, মোছাঃ তাসলিমা, মোছাঃ মমতাজ জাহান,ও কামরুল নাহার খানম । সহকারি শিক্ষকদের অনুভূতির প্রকাশে বক্তব্য বলেন, একজন জ্ঞানের আলো দানকারীর বিদায় জানাতে হচ্ছে। তিনি এ বিদ্যালয়ে দীর্ঘ ১৮ বছর শিক্ষকতা করেছেন, ওনি এ বিদ্যালয়ে আসার পর পাশের হার শতভাগে উন্নিত হয়েছে। শিক্ষার পরিবেশ ফিরে এসেছে। আজকে এ মহান শিক্ষকের বিদায় জানাতে গিয়ে কলিজা বির্দীন হয়ে যাচ্ছে। আমরা এ মহান শিক্ষকের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি।

আবেগাপ্লুত হয়ে বিদায় প্রধান শিক্ষক নিলুফার জেসমিন বলেন, বিদ্যালয়টি আমার পরিবার আজ বিদায় বেলায় শিক্ষার্থীদের দেখে  আমি খুবই আনন্দিত যা ভাষায় প্রকাশ করার মত নয় আমার সকল সন্তানেরা ভালো থাকুক।

অত্র ইস্কুলের সহকারী শিক্ষক কর্মকর্তা-কর্মচারী, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি সহ শিক্ষার্থীদের গার্জেনদের কাছে আমি ক্ষমাপ্রার্থী। আমার আচার-আচরণে অনেক সময় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, তাহলে এ বিদায় লগ্নে আমাকে ক্ষমা করে দিবেন ।

সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন বিদায় বা অবসর রুটিন মাফিক প্রক্রিয়া প্রতিমাসেই কোন না কোন শিক্ষক অবসর নিলেও সবাই এমন বিদায় পায় না সত্যিই তিনি কর্মকালীন জীবনে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে গেলেন এটি তার জন্য একটি অন্যতম অর্জনের পাশাপাশি আমাদের জন্য গৌরবের।’

পরে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোছাঃ নিলুফার জেসমিন কে, সহকারী শিক্ষকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা শুভেচ্ছায় বিভিন্ন উপহার প্রদান করেন। এসময় স্থানীয় এলাকাবাসী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ অত্র বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্বে বিদায়ী প্রধান শিক্ষক মোছাঃ নিলুফার জেসমিন কে ক্রেস্ট ও নানা উপহার প্রদান করেন, পৌর ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তহমিনা খাতুন, হাটস হরিপুর স্কুলের প্রধান শিক্ষিকা মাহবুবা, কুষ্টিয়া দিনোমনী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নার্গিস খাতুন,কুষ্টিয়া পৌর ৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক মাসুমা সুলতানা ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট