
সোহেল রানাঃ
সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া এই ছবির যুবকটির নাম রিপন সাহা। রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে করিম ফিলিং স্টেশনের কর্মচারী।
গাড়ির মালিক আবুল হাসেম ৫ হাজার টাকার তেল নিয়ে গাড়িতে উঠে বসেন। এরপর পয়সা না দিয়েই গাড়ি চলতে শুরু করলে পেট্রোল পাম্পের শ্রমিক রিপন সাহা টাকার দাবিতে দৌড়াতে শুরু করেন।
একপর্যায় তাঁকে চাপা দিয়েই দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায় ঘাতকেরা এবং ঘটনাস্থলেই শ্রমিক রিপন সাহার মৃত্যু হয়।
যে ল্যান্ড ক্রুজার গাড়িতে চড়েন- অথচ ৫ হাজার টাকা তেলের টাকা দিতে পারেন না! এরা কিভাবে গাড়ি ক্রয় করেন। গাড়ি বিক্রয়ের সময় অবশ্যই তার আয়ের উৎসের সন্ধান নেওয়া জরুরি।
উল্লেখ্য :
২০২৫ সালের ২২ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লির থেকে পুলিশ এই আবুল হাসেমকে একটি বিদেশি (৭ দশমিক ৬৫) এমএম পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার হয়েছিল।
জেল থেকে বেরিয়ে সে এখন ল্যান্ডক্রুজারে দাপিয়ে বেড়ায়। এটা আমাদের বিচার, পুলিশি ও রাষ্ট্রব্যবস্থা।
তিনি রাজবাড়ী জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও জেলা যুবদলের সাবেক সভাপতি। একজন প্রথম শ্রেণির ঠিকাদারও বটে। ‘১৯ সালে অবশ্য সে দল ছাড়ার ঘোষণা দিয়েছিলো।
তার খামখেয়ালিতে একজনের মৃত্যু হলো। চলছে এখন রিপন সাহার বাড়িতে শোকের মাতম।
এদিকে পুলিশ গ্রেফতার করেছে ঘাতক চালক আর মালিক দুজনকেই। তাতে কি হয়তো আগের মতোই আইনের ফাঁক গলিয়ে বেরিয়ে আসবে কিন্তু ফিরে আসবে না রিপন সাহা।
রিপন সাহা, পেট্রোল পাম্পের সাধারণ শ্রমিক নজেল ম্যান। একটা হুডি গায়ে শীতের রাতে পাম্পে কাজ করে।
তাঁর বাড়িতে আছে বৃদ্ধ পিতা পবিত্র সাহা, মা এবং স্ত্রী সন্তান। এরা একমাত্র কর্মক্ষম মানুষটা হারালো।