1. live@www.somoyekhon.online : সময় এখন : সময় এখন
  2. info@www.somoyekhon.online : সময় এখন :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

বিসিআইসি (BCIC) ডিলারশিপের সুযোগ উন্মুক্ত না হলেসাব-ডিলার ও খুচরা ব্যবসায়ীরা বৃহত্তর আন্দোলনের ডাক দেবে 

এসএম পান্না
  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

 

 

 

সময় এখন ডেক্স:

 

 

 

কুষ্টিয়া জেলা জুড়ে সার সাব-ডিলার ও খুচরা ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তারা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন ডিলারের অনিয়ম, অতিরিক্ত চাপ, স্বেচ্ছাচারী আচরণ ও জটিল প্রক্রিয়ার কারণে তারা ব্যবসা পরিচালনায় নানামুখী ভোগান্তির শিকার হচ্ছেন। এসব সমস্যার বাস্তবসম্মত সমাধান না হলে তারা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

কুষ্টিয়া জেলার বিভিন্ন উপজেলায় সাব-ডিলার ও খুচরা সার ব্যবসায়ীরা জানিয়েছেন, তাদের প্রধান দাবি— বিসিআইসি (BCIC) ডিলারশিপের জন্য আবেদন করার সুযোগ উন্মুক্ত করা। তারা বলেন, “আমরা বছরের পর বছর ঝক্কি-ঝামেলা পোহাই। ডিলারের স্বেচ্ছাচারিতা ও বিভিন্ন চাপের কারণে সঠিকভাবে ব্যবসা করতে পারি না। আমাদের দাবি মানা না হলে রাস্তায় নামা ছাড়া আর উপায় নেই।”

ব্যবসায়ীরা আরও বলেন, বিসিআইসি ডিলারদের মাধ্যমে সার বিতরণের বর্তমান ব্যবস্থায় স্বচ্ছতা নেই। সাব-ডিলার ও খুচরা ব্যবসায়ীরা প্রকৃত প্রাপ্য সার সময়মতো পান না, অনেক সময় অতিরিক্ত মূল্য দিতে হয়, আবার অনেকে জিম্মি অবস্থায় ব্যবসা চালান।

এক সাব-ডিলার জানান, “আমরা নিজেরা স্বাধীনভাবে ব্যবসা করার সুযোগ চাই। বিসিআইসির সরাসরি ডিলারশিপ পেলে কৃষকদের ঠিকমতো সার দিতে পারব। কিন্তু বর্তমান ডিলারেরা নানা অজুহাতে আমাদের উপর চাপ সৃষ্টি করেন।”

অন্য এক খুচরা বিক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “কৃষকরা যাতে ন্যায্যমূল্যে সার পান—এটাই আমাদের লক্ষ্য। কিন্তু ডিলারশিপে অনিয়ম থাকলে আমরা ঠিকভাবে কৃষককে সার কীভাবে দেব?”

সাব-ডিলার ও খুচরা ব্যবসায়ীদের দাবি দ্রুত বাস্তবসম্মতভাবে বিবেচনা করার আহ্বান জানান তারা। দাবি পূরণ না হলে জেলা জুড়ে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়েছেন।

এ ব্যাপারে জেলা কৃষি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

কুষ্টিয়ার সার ব্যবসায়ীদের আন্দোলন জোরদার হওয়ায় জেলার কৃষি সরবরাহ ব্যবস্থায় অচলাবস্থার আশঙ্কা দেখা দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট