বিশেষ প্রতিনিধি : এস এম পান্না
কুষ্টিয়া, ৩০ ডিসেম্বর:
আজ (৩০ ডিসেম্বর, মঙ্গলবার) কুষ্টিয়া সদর মডেল মসজিদে অঙ্গীকার বাংলাদেশের অর্থায়নে দাওয়াতি ও মানবিক সংগঠন পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ, কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে কুষ্টিয়ায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
এ কম্বল বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন স্থানীয় ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পয়ামে ইনসানিয়াত কুষ্টিয়া জেলা শাখার প্রচার সমন্বয়ক ও সাংবাদিক মোঃ ইব্রাহীম খলীল। এতে সভাপতিত্ব করেন জেলা আমির মাওলানা মুশাররফ হুসাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের আমির ড. মাওলানা শহীদুল ইসলাম ফারুকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অঙ্গীকার বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতি তানভির সিরাজ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক সিরাজুল হক, ড. মাওলানা মিজানুর রহমান খান, কুষ্টিয়া শহর সমাজসেবা অফিসার জনাব আরিফুল ইসলাম, মডেল মসজিদের ইমাম মাওলানা মাহবুবুর রহমান ও আলাউদ্দিন আহমদ সহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।
শীতের তীব্রতা বৃদ্ধির প্রেক্ষাপটে সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ শীতার্তদের হাতে কম্বল তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পয়ামে ইনসানিয়াতের আমির বলেন, “মানবিক দায়বদ্ধতা ও ইসলামী মূল্যবোধের আলোকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও দাওয়াহ, শিক্ষা ও মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে—ইনশাআল্লাহ।”
স্থানীয় জনগণ পয়ামে ইনসানিয়াতের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।