বৈষম্যহীন জাতীয় ৯ম পে-স্কেল বাস্তবায়নের ৭ দফা যৌক্তিক দাবিতে,
কুষ্টিয়ায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
এস এম পান্না:
বৈষম্যহীন জাতীয় ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কুষ্টিয়ায় প্রজাতন্ত্রের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছেন। রবিবার (৩০ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন দপ্তরের শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।
সমাবেশে উপস্থিত ছিলেন মোঃ আলতাফ হোসেন (টিটিসি), মোঃ শহিদুল ইসলাম (ডিসি অফিস), মোঃ আহসান রহমান (ডিসি অফিস), মোঃ ফজলুর রহমান (চিফ জুডিশিয়াল অফিস), মোঃ সোলাইমান বাকীর (গণপূর্ত অফিস), মোঃ এনামূল হক (২৫০ শয্যা জেনারেল হাসপাতাল), মোঃ আনোয়ার হোসেন (মেডিকেল অফিস), মোঃ সাইদুল ইসলাম (ডিসি অফিস), মোঃ রেজাউল করিম (কৃষি অফিস)সহ বিভিন্ন দপ্তরের আরও অনেকে। কর্মসূচি পরিচালনা করেন সঞ্চালক কাজী শফিকুর রহমান এবং ফিরোজ খান।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বৈষম্যমূলক বেতন কাঠামোর কারণে দেশের লাখো সরকারি কর্মচারী হতাশা ও অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন। ৭ দফা যৌক্তিক দাবির প্রেক্ষিতে একটি সমন্বিত, ন্যায়সঙ্গত ও বৈষম্যহীন জাতীয় ৯ম পে-স্কেল বাস্তবায়ন সময়ের দাবি বলে উল্লেখ করেন তারা। বক্তাদের মতে, সরকারের চলমান প্রশাসনিক সংস্কার প্রক্রিয়াকে আরও কার্যকর ও টেকসই করতে হলে কর্মচারীদের ন্যায্য বেতন কাঠামো নিশ্চিত করা প্রয়োজন।
সমাবেশ শেষে কর্মচারীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে দ্রুত জাতীয় ৯ম পে-স্কেল ঘোষণা, সমমানের পদে সমান বেতন কাঠামো প্রণয়ন, আঞ্চলিক বৈষম্য দূরীকরণ এবং প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত বেশ কিছু দাবি তুলে ধরা হয়।
কর্মসূচিকে কেন্দ্র করে জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় নিরাপত্তা বৃদ্ধি করা হলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে প্রশাসন নিশ্চিত করেছে।বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন—দ্রুত দাবি বাস্তবায়ন না হলে তারা কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন।
সমাবেশ থেকে দেশের সব সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীদের বৈষম্যহীন জাতীয় ৯ম পে-স্কেল বাস্তবায়নের আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।